নিজস্ব সংবাদদাতাঃ মালির অন্তর্বর্তীকালীন সামরিক সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, যেখানে গত বছর মালির সৈন্য ও অজ্ঞাত বিদেশি যোদ্ধারা অন্তত ৫০০ জনকে হত্যা করেছে। ইসলামি গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে ১০ বছরের সংঘাতের মধ্যে সবচেয়ে ভয়াবহ নৃশংসতা হিসেবে মানবাধিকার গোষ্ঠীগুলো কয়েক মাস ধরে তদন্ত শেষে প্রকাশিত এক প্রতিবেদনের জবাবে জান্তা একথা জানিয়েছে।