নিজস্ব সংবাদদাতাঃ নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা আফগান তালেবান সরকারকে "বৈধতা" না দেন এবং নারীদের ও মেয়েদের শিক্ষার উপর তাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেন।
মালালা বলেন, তালেবান সরকারের এই নিষেধাজ্ঞা নারীদের ভবিষ্যত ধ্বংস করছে এবং তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি মুসলিম বিশ্বকে স্মরণ করিয়ে দেন যে, শিক্ষা সকল মানুষের অধিকার, বিশেষ করে নারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "সত্যিকারের নেতৃত্ব প্রদর্শন করতে হলে, মুসলিম দেশগুলির উচিত নারীদের শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করা।"
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইসলামিক আইনের একটি কঠোর সংস্করণ আরোপ করেছে, যা জাতিসংঘ "লিঙ্গ বর্ণবাদ" হিসেবে চিহ্নিত করেছে। তালেবান সরকার নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে নারী ও মেয়েরা মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এবং তারা সরকারি চাকরি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মালালা ইউসুফজাই বলেন, "তালেবানরা নারীদের মানুষ হিসেবে দেখে না এবং তাদের অপরাধকে সাংস্কৃতিক ও ধর্মীয় ন্যায্যতার আড়ালে ঢেকে রাখে।" ২০১২ সালে পাকিস্তানি তালেবানদের গুলিতে আহত হওয়ার পর, মালালা নারী শিক্ষার অধিকার নিয়ে প্রচারণা চালিয়ে ২০১৪ সালে নোবেল শান্তি পুরষ্কার অর্জন করেন। এরপর থেকে তিনি বিশ্বব্যাপী নারী ও মেয়ে শিশুদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করছেন।