ইসলামী দেশগুলিতে নারী শিক্ষা নিয়ে শীর্ষ সম্মেলন

মালালা ইসলামাবাদে নারী শিক্ষার সম্মেলনে অংশ নিয়ে তালেবানদের লিঙ্গ বৈষম্য সমর্থন না করার জন্য মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান।

author-image
Debapriya Sarkar
New Update
malala

নিজস্ব সংবাদদাতাঃ মালালা ইউসুফজাই তালেবানদের 'লিঙ্গ বর্ণবাদ' সমর্থন না করার জন্য মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জন্য তিনি ইসলামী দেশগুলিতে নারী শিক্ষার উন্নয়ন নিয়ে একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। মালালা তার বক্তব্যে বলেন, "নারী শিক্ষার অধিকার একটি মৌলিক মানবাধিকার, এবং তালেবানদের মতো গোষ্ঠীগুলি লিঙ্গের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করে তা সমর্থন করা উচিত নয়।" তিনি আরও বলেন, মুসলিম নেতাদের উচিত এই ধরনের অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নারী শিক্ষা ও সমতার পক্ষে অবস্থান নেওয়া।

উল্লেখ্য, পাকিস্তানে ১৫ বছর বয়সে গুলিবিদ্ধ হওয়ার পর বারো বছর পর ইসলামাবাদে ফিরে আসেন মালালা। দেশে ফিরে তিনি নারীদের ক্ষমতায়ন এবং সমান অধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেককে একসঙ্গে  কাজ করার আহ্বান জানান।