নিজস্ব সংবাদদাতা : আজ বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়, দুই নাবালক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। ধৃত এই মাদ্রাসা শিক্ষকের নাম বজলুর রহমান (৩০)। তিনি ওই মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক হিসেবে পরিচিত। এক ভুক্তভোগীর মা জানান, তার ১০ বছর বয়সী ছেলেকে এই অভিযুক্ত শিক্ষক গত দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। তবে সম্প্রতি ছেলেটি নিজের বাড়িতে এই বিষয়টি জানায়।
/anm-bengali/media/media_files/tq18WpOXsYmL6ej3JTeE.jpeg)
অপর এক ভুক্তভোগীর মা জানান, তার ৯ বছর বয়সী ছেলেকে চার মাস ধরে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং এই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।