নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, 'ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিতে ফ্রান্স উন্মুক্ত।' ম্যাক্রোঁ বলেন, 'আমরা ফাইটার পাইলটদের প্রশিক্ষণের দরজা খুলে দিয়েছি। এখনই ট্রেনিং শুরু হতে পারে।'
ফ্রান্স ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, "আমি বিমান নিয়ে কথা বলছি না, বরং ক্ষেপণাস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে কথা বলছি।"
ম্যাক্রোঁ বলেন, 'আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করবো না যা ইউক্রেনকে রাশিয়ার মাটিতে পৌঁছাতে দেবে।'