নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জার্মানিতে তার রাষ্ট্রীয় সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ফ্রান্সে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার পর তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের মুখপাত্র বলেন, 'প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জার্মানিতে পরিকল্পিত রাষ্ট্রীয় সফর অন্য তারিখে সরিয়ে নিতে বলেছেন।'
স্টেইনমায়ারের কার্যালয় থেকে জানানো হয়, শনিবার জার্মান প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে ম্যাক্রোঁ তার সফর স্থগিতের আহ্বান জানান। স্টেইনমায়ার ম্যাক্রোঁর সফর বাতিলের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের প্রতিবেশী দেশের পরিস্থিতি বিবেচনায় তার পূর্ণ উপলব্ধি রয়েছে।
জার্মান প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই সফরের তারিখ পরিবর্তন করা হবে। ম্যাক্রোঁর রবিবার জার্মানিতে পৌঁছানোর কথা ছিল এবং সোমবার এবং মঙ্গলবার যথাক্রমে লুডভিগসবার্গ, বার্লিন এবং ড্রেসডেন শহর পরিদর্শন করার কথা ছিল।
এর আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত করা হয়, কারণ প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশটিতে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার এলটন জন কনসার্টে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ক্ষোভের মুখে পড়েন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, চতুর্থ রাতে সহিংসতার পর ১ হাজার ৩১১ জনকে আটক করা হয়েছে। জনসাধারণের রাস্তায় ২,৫৬০টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, ১,৩৫০টি গাড়ি পুড়ে গেছে এবং ২৩৪টি ভবনে ক্ষয়ক্ষতি বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাতে ৭৯ জন পুলিশ ও গেন্ডারম আহত হয়েছে এবং পুলিশ ও গেন্ডারমের স্টেশনে ৫৮টি হামলা হয়েছে। লিওনের শহরতলির ভলক্স-এন-ভেলিন এলাকায় দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার প্যারিসের শহরতলি শহর নানতেরেতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নাল নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর পর এই ঘটনা ঘটে। যে অফিসারকে গুলি করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এক পথচারীর ধারণ করা ফুটেজে দেখা গেছে, গাড়ির চালকের পাশে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মকর্তা, যাদের মধ্যে একজন তাৎক্ষণিক বিপদে না পড়লেও চালককে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।
নানতেরে প্রসিকিউটর প্যাসকেল প্রাচে বলেন, 'ছেলেটি গাড়ি দিয়ে কাউকে চাপা দিতে পারে এমন ভয়ে পুলিশ গুলি চালিয়েছিল।'
শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন টানা চতুর্থ রাতের দাঙ্গা এড়াতে ৪৫ হাজার পুলিশ ও জেন্ডারমি মোতায়েনের ঘোষণা দেন।
জানা গিয়েছে, নানতেরে একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীরা মার্সেইতে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করেছে। লিলে কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ করা বিক্ষোভে অংশ নেওয়ার পর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।