নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণ বাঁচিয়েছেন জগন্নাথ, এমনই দাবি করলেন কলকাতা ইসকনের ভাইস-প্রেসিডেন্ট এবং মুখপাত্র রাধারমণ দাসের। তিনি দাবি করেন যে ১৯৭৬ সালে যখন প্রথমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রথযাত্রার পরিকল্পনা করে ইসকন, তখন একাধিক সমস্যা আসে।
/anm-bengali/media/media_files/6BHw9WJRZVqLejGAN091.jpg)
রথ তৈরি করতে যে জায়গার প্রয়োজন ছিল, সেটা পাওয়া যাচ্ছিল না। টাকা-পয়সা ছাড়াই ট্রাম্প জায়গা করে দেন। তার প্রতিদানই নাকি পেলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)