হামাসের সব থেকে বড় সুড়ঙ্গের হদিশ! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ইজরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হামাসের সব থেকে বড় টানেলের হদিশ পাওয়া গিয়েছে গাজায়। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার বাসিন্দারা ইজরায়েলে প্রবেশের সময়ও এই সুড়ঙ্গটি ব্যবহার করত।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas tunnel.jpg

নিজস্ব সংবাদদাতা:  ইজরায়েল সেনাবাহিনী নতুন করে হামাসের একটা বড় সুড়ঙ্গ বা টানেল খুঁজে পেয়েছে। ইজরায়েল সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, হামাসের সব থেকে বড় টানেল। হামাস যুদ্ধের জন্য এই টানেল ব্যবহার করে বলেও দাবি করা হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী টুইট করে জানিয়েছে, এই বিশাল টানেল সিস্টেমটি চার কিলোমিটার (২.৫ মাইল) দীর্ঘ। এই টানেলের প্রবেশদ্বারটি ইরেজ ক্রসিং থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত। ইজরায়েলি হাসপাতালে কাজের কারণে এবং চিকিৎসার জন্য ইজরায়েলে প্রবেশের জন্য প্রতিদিন গাজাবাসীরা ব্যবহার করে। এই টানেল সিস্টেমটি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই এবং হামাসের খান ইউনিস ব্যাটালিয়নের কমান্ডার মোহাম্মদ সিনওয়ারের নেতৃত্বে এই টানেলটি তৈরি করা হয় বলে ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।