৮ দিন বলে হল ৯ মাস, কেন এতো দেরি হয়ে সুনীতাদের ফিরতে?

নাসা একবার সিদ্ধান্তও নিয়েছিল তাদের স্পেসএক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sunita williams

File Picture

নিজস্ব সংবাদদাতা: নয় মাসের দীর্ঘ মিশন শেষে নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন। বোয়িংয়ের ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল, যা শেষ পর্যন্ত স্পেসএক্স-এর ক্রু-৯-এর মাধ্যমে সমাপ্ত হতে চলেছে।

মাত্র ৮ দিনের জন্যে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু কেন ৯ মাস তারা সেখানেই রয়ে গেলেন? আসলে প্রথমে পরিকল্পনা ছিল ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে দুই নভোচারী আট দিনের জন্য আইএসএস-এ যাবেন, কিন্তু মহাকাশযাত্রার সময় থ্রাস্টার ত্রুটি ধরা পড়ে। 

sunita-ezgif.com-avif-to-jpg-converter (1)

পরবর্তী তদন্তে টেফলন সিলের ত্রুটি শনাক্ত হয়, যা মহাকাশযানকে অবতরণের জন্য নিরাপদ নয় বলে প্রমাণিত করে। ফলে, নাসা সিদ্ধান্ত নেয় তাদের স্পেসএক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার, যা ক্রমশ দেরী হতে থাকে। স্পেসএক্সের ক্রু-১০ মিশনের উৎক্ষেপণ বিলম্বিত হওয়ায় উইলিয়ামস ও উইলমোর আরও কিছুদিন মহাকাশে থাকতে বাধ্য হন। অবশেষে ১২ মার্চ থেকে ১৪ মার্চ, ২০২৫-এর মধ্যে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হয়। আর অবশেষে ১৮ মার্চ তারা স্পেস স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীতে ফিরছেন।