একের পর এক ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইজরায়েলে! আতঙ্কে ঘর ছাড়া বাসিন্দারা

ইজরায়েলে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী।

author-image
Tamalika Chakraborty
New Update
samar missile.jpg



নিজস্ব সংবাদদাতা: ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে ইজরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে আল-মালিকিয়াহ এলাকায় ইসরায়েলের একটি ‌'টেকনিক্যাল সিস্টেম' লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

দিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে ইজরায়েল পাল্টা আলমা আশ-শাব এবং ইয়ারিন এলাকায় মর্টার শেল দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এর আগে ইজরায়েলের একটি ব্যারাকেও রকেট হামলা চালিয়েছে।  ইয়েমেন থেকে দূর পাল্লার  এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র গ্যালিলি অঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে আঘাত হেনেছে।

ISRAEL ARMY .jpg

ঘটনায় সময় ইজরায়েলের তরফে বিপদ সঙ্কেত বাজানো হয়। যার জেরে ইজরায়েলের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যান। তবে এই হামলায় ইজরায়েলের সেভাবে কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কতগুলো খোলা জায়গায় পড়েছে। 

 tamacha4.jpeg