লেবাননের পাল্টা হামলা! পিছু হটছে ইজরায়েলি সেনা

লেবাননের পাল্টা হামলায় পিছু হটছে ইজরায়েলের সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
ISRAEL ARMY .jpg
নিজস্ব সংবাদদাতা: মধ্য ইজরায়েলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলের ট্যাঙ্ক এবং সেনারা দক্ষিণ লেবাননের আল-বায়দা এলাকা থেকে সরে আসতে বাধ্য হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। যার জেরে ইজরায়েলের সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। মধ্য বৈরুতের ইজরায়েলের হামলায় নতুন করে ২৯ জন নিহত হয়েছে। লেবাননের ৬৬ জন নাগরিক ইজরায়েলের হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 
অন্যদিকে, ইজরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের হামলায় ইজরায়েলের হামলায় প্যালেস্তাইনের ৩৫ জন নাগরিক নিহত হয়েছে।  প্যালেস্তাইনের ৯৪ জন নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েল হামলা চালাচ্ছে। ঘটনায়  ৪০ হাজারের বেশি প্যালেস্তাইনের নাগরিক নিহত হয়েছেন।