নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে এবার মার খেতে হল আইনজীবীকে। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনজীবীর ভূমিকা পালন করায় তার ওপর নেমে এল অত্যাচার। ইতিপূর্বে আদালতের আইনজীবীদের একাংশের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়ালে আইনজীবীদের হুমকি দেওয়া হয়েছিল। এবার এক ট্যুইট করে তার ভিডিও সামনে আনা হয়েছে।
যেখানে বলা হয়েছে, "প্রবীণ মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী রবিন ঘোষ আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য এলে তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি প্রাণে বেঁচে যান এবং পুলিশের নিরাপত্তায় স্থান ত্যাগ করেন। তাকে আদালতে হুমকি দেওয়া হয়। জামিনের শুনানি না করেই বিচারককে আদালত কক্ষ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। বাংলাদেশ চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করছে যেখানে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া হিন্দু সাধুর পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।" দেখুন তার ভিডিও বার্তা-