নিজস্ব সংবাদদাতাঃ সুদান ছাড়তে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের পোর্ট সুদানে যেতে হবে, যেখানে বুধবার চূড়ান্ত উচ্ছেদ ফ্লাইট ছাড়বে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। সুদানের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সুদানে সরকারের ভ্রমণ পরামর্শ মেনে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্লেভারলি বলেন, "২৮টি ফ্লাইটে ২৩৪১ জনকে সফলভাবে সরিয়ে নেওয়ার পর যুক্তরাজ্যের শেষ ফ্লাইটটি বুধবার অর্থাৎ আজ পোর্ট সুদান ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে।"
ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকদের বুধবার সকাল ১০টার মধ্যে পোর্ট সুদানের কোরাল হোটেলে যেতে হবে। খার্তুমের রাজধানী অঞ্চলে আরও বিমান হামলা ও গুলিবর্ষণের পরও সুদানের যুদ্ধরত সামরিক দলগুলো বৃহস্পতিবার থেকে নতুন ও দীর্ঘ সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।