নিজস্ব সংবাদদাতা : আজ পাকিস্তানে ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা জঙ্গি আবু কাতাল নিহত হয়েছে। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই জঙ্গি বহুদিন ধরেই পলাতক ছিল এবং সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত থাকার কারণে নানান দেশের গোয়েন্দা সংস্থাগুলির নজরদারিতে ছিল। তার মৃত্যুর কারণ এখনও পুরোপুরি জানা যায়নি।
/anm-bengali/media/media_files/2025/03/16/YM0H0EYEOmN4XXD0DlwQ.jpeg)
হাফিজ সাঈদের অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত এই জঙ্গির হঠাৎ এইভাবে মৃত্যু, হাফিজ সাঈদের সঙ্গে যুক্ত সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই জঙ্গির মৃত্যু সন্ত্রাসবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।