নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির জেরে ভূমিধসের কবলে পড়ল পূর্ব নেপাল (Nepal)। এর ফলে মৃত্যু সংবাদ পাওয়া গেল ভারতের প্রতিবেশী দেশ থেকে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ভূমিধসের ফলে ৫ জনের মৃত্যু হয়েছে।
কোশির জেলা পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রবল বর্ষণের ফলে নেপালের সাংখুয়াসভা, তাপলেঙজু, পাঁচথার এবং ধানকুটা জেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, পাঁচথারে ২ জন, সাংখুয়াসভা, তাপলেঙজু এবং ধানকুটা জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মৃত্যুর পাশাপাশি এই দুর্যোগের মধ্যে মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুলিশ জানাচ্ছে, শনিবার রাত থেকে শঙ্খুয়াসভায় ২১ জন, পাঁচথার থেকে ৪ জন এবং তাপলেঙজু জেলায় ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপালে প্রতি বছর বর্ষাকালে ঝড় বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের রেকর্ড আছে। গত সপ্তাহে নেপালে প্রবেশ করেছে বর্ষা।
গত বছর নেপালে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে সারা দেশে শুরু হবে বৃষ্টি। এর ফলে ভূমিধস এবং বন্যার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা রয়েছে। অতি বৃষ্টির কারণে পূর্ব নেপালের সম্পত্তির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।