নিজস্ব সংবাদদাতা: ভারতীয় প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা ললিত মোদীর বিরুদ্ধে ক্রমবর্ধমান আইনি ও কূটনৈতিক চাপের মধ্যে ভানুয়াতু সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ মোদীর বিরুদ্ধে ভারতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পলাতক।
লন্ডনে বসবাসরত মোদীর বর্তমান অবস্থা খানিকটা এখন এরকম –
১) ২০১০ সালে ভারত ছাড়ার পর থেকেই লন্ডনে বসবাস করছেন মোদী।
২) তিনি সম্প্রতি লন্ডনে ভারতীয় হাইকমিশনে তার ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেন।
৩) মোদী ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছিলেন, তবে তার বিরুদ্ধে অর্থনৈতিক অসৎ আচরণের অভিযোগ রয়েছে।
আর এবার সেই সব কারণেই তাঁর পাসপোর্ট বাতিল করে দিল ভানুয়াতু সরকার।
/anm-bengali/media/media_files/2024/12/20/lalit-modi.jpg)
ভানুয়াতুর প্রধানমন্ত্রী নাগরিকত্ব কমিশনকে মোদীর পাসপোর্ট অবিলম্বে বাতিল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভানুয়াতুর নাগরিকত্ব একটি বিশেষ অধিকার, যা বৈধ কারণে প্রদান করা হয়। মোদী প্রত্যর্পণ এড়ানোর উদ্দেশ্যে নাগরিকত্ব গ্রহণ করায় তার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।