সন্ত্রাসী হামলার পরিকল্পনা: রাশিয়ান এজেন্ট আটক

কিয়েভে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা এক রাশিয়ান এজেন্টকে আটক করেছে ইউক্রেনের এসএসইউ।

author-image
Debapriya Sarkar
New Update
113

নিজস্ব সংবাদদাতা : কিয়েভের কেন্দ্রস্থলে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়া এক রাশিয়ান এজেন্টকে আটক করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসএসইউ। রাশিয়ার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ২২ বছর বয়সী এক নারী, যিনি লভিভের বাসিন্দা, কিয়েভে এসএসইউ ভবনের কাছে বিস্ফোরক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিলেন।

Ukraine

এই বিস্ফোরণের ফলে বহু বেসামরিক লোক হতাহত হতে পারতো। এসএসইউ জানিয়েছে, বিস্ফোরকসহ ওই নারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির দেওয়া হতে পারে।