নিজস্ব সংবাদদাতা: মৈত্রী এক্সপ্রেস (Maitri Express) ও মিতালী এক্সপ্রেস (Mitali Express) এই দুই ট্রেন যেন দুই বাংলা তথা প্রতিবেশী দুই দেশকে আরও কাছে এনেছে। তবে ঈদের (Eid) সময় এই দুটি ট্রেন বন্ধ থাকবে। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকবে পরিষেবা। মৈত্রী ও মিতালী এক্সপ্রেস বন্ধ থাকলেও খুলনাগামী বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) চলবে বলে জানা গেছে। আগামী ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং আগামী ২০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।