নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনের রাজা কিং চার্লস সিংহাসনে বসার মাত্র ৬মাসের মধ্যেই আক্রান্ত হয়েছেন ক্যান্সারে। বাকিংহাম প্যালেসের তরফ থেকে খবর নিশ্চিত করা মাত্রই বাবার অসুস্থতার কথা শুনে প্রিন্স হ্যারি ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রিটেনের রাজা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব কাজ বন্ধ রেখেছেন। তবে, রোগ ধরা পরার সঙ্গে সঙ্গেই হাসপাতালের চিকিৎসকরা তৎক্ষণাৎ শুরু করেন চিকিৎসা। বর্তমানে, কিং চার্লসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানা গেছে।
সূত্রের খবর, গত মাসেই নানান শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিং চার্লস। মনে করা হয় প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত তিনি। তারপর, ৭৫ বছর বয়সী রাজার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।কিন্তু এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি কোন ধরণের ক্যান্সারে আক্রান্ত তিনি।
অন্যদিকে, সকলেরই জানা স্ত্রী মেঘান মার্কেলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেই সংসার পেতেছেন প্রিন্স হ্যারি। বাবার অসুস্থতার কথা শুনে প্রাথমিক ভাবে ফোনেই যোগাযোগ করেন তার সাথে। এখন, স্ত্রীর সাথে দেশে ফেরার পরিকল্পনা করছেন প্রিন্স।
প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস ৮ সেপ্টেম্বরে রাজার স্বীকৃতি পান। কিন্তু অতিক্রান্ত হয়নি ৬টা মাস। বছর ঘুরতে না ঘুরতেই এই ব্রিটিশ রাজপরিবারে ঘনিয়ে এলো এই দুঃসংবাদ।