নিজস্ব সংবাদদদাতা: রাজা তৃতীয় চার্লসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহ্যাম প্যালেসের সূত্রে জানা গেছে, ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করায় তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ায়, বৃহস্পতিবার ও শুক্রবারের নির্ধারিত সমস্ত রাজকীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে, "আজ সকালে নির্ধারিত ও চলমান ক্যানসার চিকিৎসার পর রাজা সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন, যার ফলে সংক্ষিপ্ত সময়ের জন্য তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
/anm-bengali/media/media_files/2025/03/28/CNhsZPmyM0Zy8B9xiIxT.jpg)
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাজাকে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে শুক্রবারের সমস্ত কর্মসূচিও বাতিল করা হয়েছে।