' যৌন নিগ্রহকারী ' বলে কটাক্ষ ট্রাম্পকে করলেন কমলা হ্যারিস

সরব কমলা হ্যারিস।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মেরিকান নির্বাচনের আর একশো দিন বাকি। এখনও একে অপরের ওপরে কাদা ছোঁড়াছুঁড়ি করে চলেছে। এবার ট্রাম্পকে 'যৌন নিগ্রহকারী' বলে অভিহিত করেছেন কমলা হ্যারিস। 

w

তার কথায়, '' আমি এক জন আইনজীবী। ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি। আমি হলফ করে বলতে পারি, ট্রাম্প এক জন যৌন হেনস্থাকারী। আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। তা হলে সরাসরি তাকে এ বিষয়ে প্রশ্ন করব। '' 

কমলাকে 'উগ্র বামপন্থি উন্মাদ' বললেন ট্রাম্প

Adddd