নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকান নির্বাচনের আর একশো দিন বাকি। এখনও একে অপরের ওপরে কাদা ছোঁড়াছুঁড়ি করে চলেছে। এবার ট্রাম্পকে 'যৌন নিগ্রহকারী' বলে অভিহিত করেছেন কমলা হ্যারিস।
তার কথায়, '' আমি এক জন আইনজীবী। ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি। আমি হলফ করে বলতে পারি, ট্রাম্প এক জন যৌন হেনস্থাকারী। আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। তা হলে সরাসরি তাকে এ বিষয়ে প্রশ্ন করব। ''