‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়! ইউনূস সরকারের চরমতম পদক্ষেপ

আওয়ামী লিগের এক্স হ্যান্ডেলে এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladesh-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলাদেশের স্লোগানেও আপত্তি। বাংলার কোনও কিছুর সাথেই যেন যোগ রাখতে চায় না ইউনূস সরকার। তাই বাংলা বিরোধী এমনকি হিন্দু বিরোধী কাজ কর্ম চলছে দেশজুড়ে। এবার ‘জয় বাংলা’ স্লোগান চিরতরে মুছে দিতে চায় ইউনূস সরকার।

বহু দিন ধরেই কানাঘুষো শোনা গেলেও এবার মিললো তার প্রমাণ। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অর্থাৎ এবার থেকে ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চিহ্নিত করা যাবে না। এমনটাই দাবি জানাচ্ছে রাষ্ট্রপক্ষ। 

bangladesh army

আওয়ামী লিগের এক্স হ্যান্ডেলে এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, এরা ‘কোন রাষ্ট্রের পক্ষ?’ আসলে বিজয়ের মাসে জয় বাংলা স্লোগানকে বাতিল করতে চায় ইউনূস সরকার, তা মেনে নিতে পারছে না কেউই।

bangladesh hj.jpg