নিজস্ব সংবাদদাতা : লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, একটি দীর্ঘ অচলাবস্থা ভেঙে দিয়ে, যা ২০২২ সালের অক্টোবর থেকে রাষ্ট্রপ্রধানহীন অবস্থায় ছিল। বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, সংসদের দ্বিতীয় দফার ভোটে আউন ১২৮ সদস্যের সংসদ থেকে ৯৯ ভোট পেয়ে জয়ী হন। রাষ্ট্রপতি নির্বাচিত হতে তার প্রয়োজন ছিল ৮৬টি ভোট। প্রথম দফার ভোটে আউন ৭১ ভোট পেয়েছিলেন, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট ছিল না।
২০২২ সালের অক্টোবরে মিশেল আউন (সম্পর্কিত নয়) রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেয়ার পর থেকে লেবানন রাষ্ট্রপতি ছাড়া ছিল। হিজবুল্লাহ আন্দোলন এবং তার বিরোধীদের মধ্যে উত্তেজনা এর আগে বেশ কয়েকটি ভোট অকার্যকর করে রেখেছিল। তবে, গত শরতে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ এবং দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পর, ১৭ দিনের যুদ্ধবিরতির কারণে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়, যা অবশেষে আউনের নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করেছে।