নিজস্ব সংবাদদাতাঃ জর্ডানের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, সিরিয়া থেকে মাদক বহনকারী একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২ কেজি।
জর্ডান ও সিরিয়ার সেনা ও নিরাপত্তা প্রধানরা ক্রমবর্ধমান চোরাচালান সমস্যা রোধের উপায় নিয়ে আলোচনা করার পর এই ঘটনা ঘটল। দামেস্কের প্রতিশ্রুতি সত্ত্বেও জর্ডান বলছে, তারা অবৈধ বাণিজ্য দমনের কোনো বাস্তব প্রচেষ্টা দেখেনি।
জর্ডান ইরানপন্থী মিলিশিয়াদের দোষারোপ করেছে, যারা সিরিয়ার সেনাবাহিনীর ইউনিট দ্বারা সুরক্ষিত, তারা তাদের সীমান্ত পেরিয়ে উপসাগরীয় বাজারগুলোতে মাদক পাচার করছে।
দামেস্ক বলছে, চোরাচালান রোধে তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলে চোরাকারবারি চক্রের সন্ধান অব্যাহত রেখেছে। ইরান তাদের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ইরান সমর্থিত মিলিশিয়াদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।