নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর জাপান সরকার বৃহস্পতিবার সকালে হোক্কাইদোর বাসিন্দাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানালেও পরে স্থানীয় কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি উত্তরাঞ্চলের কাছাকাছি অবতরণ করবে না। সরকার প্রাথমিক সতর্কবার্তায় বলেছে, 'অবিলম্বে সরে যাও।' হোক্কাইদোর বাসিন্দাদের একটি ভবনে বা ভূগর্ভস্থ আশ্রয় নিতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হোক্কাইদোর আসাহিকাওয়া শহর টুইট করে জানায়, এখন আর বিপদের আশঙ্কা নেই।