নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়া 'স্পেস লঞ্চ ভেহিকল' উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করার পর জাপান বুধবার সকালে ওকিনাওয়া অঞ্চলের জন্য তাদের ক্ষেপণাস্ত্র সতর্কতা সতর্কীকরণ ব্যবস্থা সংক্ষিপ্তভাবে সক্রিয় করেছে। উৎক্ষেপণের ফলে প্রাথমিকভাবে দক্ষিণাঞ্চলের জন্য একটি ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা চালু করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে "উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মনে হচ্ছে। দয়া করে ভবনের ভিতরে বা ভূগর্ভস্থ আশ্রয় নিন।"
কিন্তু প্রায় ৩০ মিনিট পর সরকার জানায়, সতর্কতা বাতিল করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, 'আশা করা হচ্ছে, আগে যে ক্ষেপণাস্ত্রের কথা বলা হয়েছিল তা জাপানে আসবে না। উচ্ছেদের আহ্বান প্রত্যাহার করা হয়েছে।'
উল্লেখ্য, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় জাপান এর আগে বেশ কয়েকবার তাদের ক্ষেপণাস্ত্র আগাম সতর্কতা অ্যালার্ম সক্রিয় করেছে, যদিও সতর্কতাগুলো সাধারণত দ্রুত প্রত্যাহার করা হয়।