পদত্যাগের দাবি, দেশের অভ্যন্তরে বিদ্রোহের মুখে নেতানিয়াহু

৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলকে রক্ষা করতে পারেনি নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী। সেই কারণে বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে বলে দাবি বিরোধীদের।

author-image
Tamalika Chakraborty
New Update
benjamin 2.jpg

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতা ইয়ার ল্যাপিড। তিনি জানিয়েছেন, ৭ অক্টোবর হামাসের হামলায় ইজরায়েলকে রক্ষা করতে পারেনি নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী। সেই কারণে বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। 

ল্যাপিড সংসদে অনাস্থা ভোটের আবেদন করেছেন। যার জেরে অন্য প্রধানমন্ত্রীর নেতত্বে ইজরায়েলে নতুন সরকার গঠনের অনুমতি দেওয়া হয়। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাপিড বলেন, 'নেতানিয়াহুর অবিলম্বে  পদত্যাগ করা উচিত। আমাদের পরিবর্তন দরকার, নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।' তিনি বলেন, নেতানিয়াহু ও তাঁর প্রতিরক্ষা বিভাগ ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর যোগ্যতা হারিয়েছেন।