এই যুদ্ধ এখনই থামবে না... হুঁশিয়ারি ইজারায়েলের সেনাবাহিনীর প্রধানের

ইজরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেন, ভুল করে তিন বন্দিকে গুলি করা হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনীর একটা বড় ভুল হয়ে গিয়েছে। তবে কোনওভাবেই এই যুদ্ধ এখনই বন্ধ করা যাবে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
israel army edit.jpg

ইজরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজল হালেভি একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ইজরায়েলি সেনারা তিন বন্দিকে ভুল করে হত্যা করলেও গাজায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। হালেভি জানিয়েছেন, তিনি এবং ইজরায়েলি সেনাবাহিনী সাদা পতাকা ধারণ করার সময়  বন্দীদের মৃত্যুর জন্য ইজরায়েলের সেনাবাহিনী দায়ী। নিজেদের পক্ষে সুর টেনে তিনি বলেন, 
“যাঁরা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করার ইঙ্গিত দেন,  তাঁদের দিকে গুলি করা নিষিদ্ধ। কিন্তু এই গুলি চালানো হয়েছিল যুদ্ধের সময় এবং প্রচণ্ড চাপের পরিস্থিতিতে। আমি মনে করি, তিন জন বন্দি এইগুলো করেছিল, যাতে আমরা বুঝতে পারি। তবে আমরা লক্ষ্য থেকে সরে আসতে পারি না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"