প্রিয়জনদের মুক্তির দাবিতে  হোয়াইট হাউসের সামনে ইজরায়েলিদের জমায়েত

সরগরম হোয়াইট হাউস চত্বর। ইজরায়েলি জিম্মিদের পরিবার জমায়েত হয়েছে সাদা বাড়ির সামনে। একযোগে তাঁরা সংহতি প্রকাশ করছে। একটাই মিনতি প্রিয়জনদের মুক্তি দেওয়া হোক। 

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
white house

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সরগরম হোয়াইট হাউস (White House) চত্বর। ইজরায়েলি জিম্মিদের পরিবার জমায়েত হয়েছে সাদা বাড়ির সামনে। একযোগে তাঁরা সংহতি প্রকাশ করছে। একটাই মিনতি প্রিয়জনদের মুক্তি দেওয়া হোক। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর (Benjamin Netaniyahu) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।