বন্দি আলোচনায় উদ্যোগী, কী বলছেন প্রধানমন্ত্রী

শুক্রবার ইজরায়েলের সেনাবাহিনী তিন জন বন্দিকে ভুল করে খুন করেছিল। কিন্তু তারপরেও ক্ষমা চাওয়া হয়নি ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভায় বৈঠক ডেকেছেন বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Benjamin Netanyahu

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সেনাবাহিনীর তিন বন্দিকে ভুল করে মেরে ফেলার ঘটনায় উত্তাল হয়ে পড়েছে ইজরায়েল। শনিবার বন্দিদের পরিবারের সদস্যরা একটি বিক্ষোভ দেখান। একদিন আগে ইজরায়েলের সেনাবাহিনী ভুল করে তিন জনকে হত্যা করে। কিন্তু এখনও পর্যন্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও ক্ষমা চাওয়া হয়নি। তবে শনিবার রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বৈঠক ডেকেছেন। তবে এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকের পর ক্ষমা চাইতে পারে বলে মনে করছে স্থানীয় সংবাদমাধ্যম।