নিজস্ব সংবাদদাতা : বেথলেহেমের দক্ষিণে অবস্থিত আর্তাস গ্রামে ইসরায়েলি সৈন্যরা দুটি বাড়িতে সম্প্রতি অভিযান চালিয়েছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সৈন্যরা গ্রামে প্রবেশ করে মোহাম্মদ নাদি আয়াশ এবং খালেদ ওয়ালিদ আয়াশের বাড়িতে হামলা চালায়।
বিশেষ সূত্র মারফত জানা যায়, ইসরায়েলি সৈন্যরা গ্রামে প্রবেশের জন্য দক্ষিণ প্রবেশপথে একটি সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে এবং বেথলেহেম গভর্নরেটের পশ্চিম প্রবেশপথে আকাবা হাসানা এলাকায় আরেকটি চেকপয়েন্ট বসানো হয়েছে। এসব চেকপয়েন্টের মাধ্যমে গ্রামে প্রবেশ এবং বের হওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই ঘটনাটি পশ্চিম তীরে চলমান উত্তেজনার মধ্যে ঘটে, যেখানে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনির মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আর্তাস গ্রামসহ আশপাশের এলাকায় এমন অভিযান ও চেকপয়েন্ট স্থাপনের ফলে স্থানীয় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।