নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ৪৭৭ দিন পর ইজরায়েলের তিন মহিলাকে হামাস মুক্তি দিয়েছেন। নাভা লেনি নামের ২০ বছরের তরুণীও মুক্তি পেয়েছেন। শনিবার গাজায় যুদ্ধবিরতি জেরে তিন জন মহিলাকে মুক্তি দিয়েছে। পাশাপাশি ইজরায়েলের একাধিক সেনাকে মুক্তি দিয়েছে। মুক্তির পরেই নাভা লেনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "৪৭৭ দিন পর অবশেষে নিরাপদে আমি বাড়িতে পৌঁছেছি। আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আমাকে ঘিরে রেখেছেন। বেশিরভাগ সময় আমি একা বন্দি ছিলাম। মাঝে আমার সঙ্গে বহু মানুষ বন্দি ছিলেন। তাঁরা আমাকে বার বার আশা দিয়েছিলেন। ইজরায়েলের সেনাবাহিনী ও সাধারণ মানুষের কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা আমাকে বাঁচাতে যুদ্ধ করেছিলেন।" প্রসঙ্গত, গত ১৫ মাসে নাভা লেনির বাবা-মা একাধিকবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। নিজের মেয়ের মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন।