পশ্চিম তীরে ১৫ জন গ্রেফতার, বিরাট খবর এলো

ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তারি অভিযানে ১৫ ফিলিস্তিনি, এর মধ্যে মহিলা ও প্রাক্তন বন্দি, আটক হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে।

author-image
Debapriya Sarkar
New Update
113

নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনি কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স-ডিটেনিজ অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনি প্রিজনারস সোসাইটি জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী গত রাত এবং আজ সকালে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশ থেকে ১৫ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন মহিলা এবং এক প্রাক্তন বন্দিও রয়েছে।

d

এই দুটি গ্রুপ নাবলুস, জেনিন, তুলকারেম, রামাল্লা এবং হেবরনের অধিকৃত গভর্নরেটের বিভিন্ন এলাকায় গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তার অভিযানের কারণে পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।