নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সেনাবাহিনী গাজার আল শিফা হাসপাতালের বৃহস্পতিবারও অভিযান চালায়। বুধবার ইজরায়েলের প্রতিরক্ষা দফতরের তরফে বলা হয়েছিল, অভিযানের সময় আল শিফা হাসপাতালের ভিতর প্রবেশ করবে না ইজরায়েলের সেনাবাহিনী। কিন্তু ইজরায়েলের সেনারা ইতিমধ্যে গাজার আল শিফা হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করেছে।
গাজার আল শিফা হাসপাতাল চত্বরে কয়েক হাজার মেডিক্যাল কর্মী, রোগী ও শরণার্থী রয়েছেন। ইজরায়েলের সেনারা তাদের হাসপাতাল চত্বরের বাইরে বের হতে দিচ্ছে না। ইজরায়েলের হামলায় আল শিফা হাসপাতালের প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইজরায়েলের সেনারা চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। হাসপাতাল চত্বরে ইজরায়েলের সেনারা বুলডোজার নিয়ে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে।