পশ্চিম তীরে ফের সংঘর্ষের খবর : সাউন্ড বোমার গুলিবর্ষণ

ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের আল-খাদের ও আনাবতা শহরে অভিযান চালায়, সাউন্ড বোমার গুলিবর্ষণ এবং সংঘর্ষের মধ্যে কোনো গ্রেপ্তারের খবর নেই।

author-image
Debapriya Sarkar
New Update
israel hamas warq1.jpg

নিজস্ব সংবাদদাতা : অধিকৃত পশ্চিম তীরের ওর বেথলেহেমের দক্ষিণে অবস্থিত আল-খাদের শহরে ইসরায়েলি সেনারা সান্ধ্যকালীন অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় সংবাদ সুত্রে খবর, ইসরায়েলি বাহিনী শহরের আল-বাওয়াবা এবং আল-জামি আল-কাবির এলাকায় অবস্থান নেয় এবং সাউন্ড বোমার গুলিবর্ষণ করে। তবে, এ অভিযানে কোনো হতাহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

Israel

এছাড়াও, ইসরায়েলি বাহিনী সন্ধ্যায় তুলকারেমের পূর্বে আনাবতা শহরে অভিযান চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকটি সাঁজোয়া যান শহরে প্রবেশ করে, রাস্তায় এবং আশেপাশের প্রধান এলাকায় টহল দেয়, ফলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী লাইভ গোলাবারুদ ব্যবহার করে, তবে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

Israel

ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলি হেবরনের সাইর শহরে সাঁজোয়া যানবাহনের ছবি প্রকাশ করেছে, যা অভিযানটির ব্যাপকতা এবং উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।