দয়া করে সন্তানদের ফিরিয়ে আনুন... আকুল আবেদন পরিবারের

ইজরায়েলের সেনারা ভুল করে গাজায় নিজেদের দেশের তিন নাগরিককে হত্যা করে। এই খবর প্রকাশ্যে আসতেই ইজরায়েলের নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নিজেদের সন্তানদের হামাসের হাত থেকে উদ্ধার করার আবেদন করেন।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
israel hostage.jpg

নিজস্ব সংবাদদাতা:  ইজরায়েলের সেনারা নিজের দেশের নাগরিকদের গাজার নাগরিক ভেবে ভুল করে হত্যা করেছেন। এরপরেই ইজরায়েলের নাগরিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  হামাসের হাতে এখনও ইজরায়েলের বহু নাগরিক বন্দি রয়েছে। বন্দি নাগরিকদের পরিবাররা ইজরায়েলকে হামাস নেতাদের কাছে তাদের প্রিয়জনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার আবেদন করেছে। ১৯ বছরের তরুণ ইতাই চেনের বাবা-মা বলেন, আমরা আমাদের ছেলেকে ব্যাগ বন্দি  অবস্থায় ফেরত পেতে চাই না। আমাদের হাতে সময় সত্যি খুব কম। গাজায় ইজরায়েলের সেনাবাহিনীর হাতে ভুল করে তাদের দেশেরই নাগরিক মারা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইজরায়েলের তেল আভিভে বন্দি নাগরিদের পরিবারের সদস্যরা একত্রিত হন। দ্রুত তাঁদের প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য ইজরায়েলের প্রশাসনের কাছে আবেদন করেন।