নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ সিরিয়ার একটি লক্ষ্যবস্তুতে সম্প্রতি ইসরায়েলি হামলা হয়েছে। সিরিয়া জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের সামরিক স্থাপনায় আক্রমণ করেছে। তবে, এই হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো জানা যায়নি।
/anm-bengali/media/media_files/2024/12/07/9JkJJzPytKGIzaEv255N.JPG)
উল্লেখ্য, ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালায়, বিশেষ করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি লক্ষ্য করে। সিরিয়া এই হামলার তীব্র নিন্দা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ায় ইসরায়েলি হামলাগুলোর প্রতি আরও করা নজরদারি চালানোর আহ্বান জানিয়েছে।