নিজস্ব সংবাদদাতা: সোমবার দিন পশ্চিম তীরের শহর জেনিনে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েল সেনা। সেই হামলায় মৃত্যু হয় ৭ জনের। এরপর মঙ্গলবারেও হামলা অব্যাহত। ইসরায়েলের হামলার ফলে এদিন ১০ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম বহু। এই হামলার জেরে প্রাণে বাঁচতে এক হাজারের বেশি মানুষ ওই শহর ছেড়ে অন্যত্র রওনা দিয়েছেন।
জেনিন শহরের শরণার্থী শিবিরের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সৈন্যর সংঘর্ষ চলছে। সোমবার সকাল থেকেই শরণার্থী শিবির লক্ষ্য করে একাধিকবার ড্রোন হামলা হয়েছিল। সেদিন সারা দিন ধরেই জেনিন শহর জুড়ে গোলা বর্ষণের শব্দ শোনা গিয়েছিল। এরপর মঙ্গলবার সকাল দেথেকে জেনিন শহরের দোকানপাট সব বন্ধ ছিল। রাস্তাতেও খুব কম মানুষজন দেখা যায়। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের হামলা হয়। ফলে মৃত্যু হয় ১০ জনের।