নিজস্ব সংবাদদাতা: ইরান মঙ্গলবার ইজরায়েলের ওপর তীব্র হামলা করে। অনুমান করা হচ্ছে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে। তেল আভিভ জেরুজালেম সহ একাধিক শহরের সামরিক কেন্দ্রকে লক্ষ্য করে হামলা করেছে। ইজরায়েলের সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের হামলার সঙ্গে সঙ্গে বিপদ সঙ্কেত পাঠানো হয়। ইজরায়েলের স্থানীয় বাসিন্দাদের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি টেলিভিশনে একটি সাক্ষাৎকারে ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, এর পরিণাম ইরানকে ভুগতে হবে।
মঙ্গলবার সন্ধে থেকে ইজরায়েলের ওপর ইরান হামলা চালাতে শুরু করে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি বলেই ইজরায়েলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, ইরানের এই হামলার প্রশংশা করেছে ইজরায়েল। তবে মঙ্গলবার ইজরায়েল নতুন করে গাজা বা লেবাননের ওপর কোনও হামলা করেনি বলেই জানা গিয়েছে।