নিজস্ব সংবাদদাতা: শনিবার ভোররাতে ইরানের সেনা ছাউনি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইজরায়েল। চলতি মাসের শুরুর দিকে ইজরায়েলর ওপর শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। শনিবার ইজরায়েলি হামলায় ইরানের দুই সেনার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। ইরানের মধ্যে ২০ টি জায়গা টার্গেট করে ১০০ বিমান নিয়ে হামলা করে ইজরায়েল। এই নিয়ে প্রতিক্রিয়া দেয় ইজরায়েল। আলোচনায় বসার প্রস্তাব দেয় ভারত। অন্যদিকে, এই ঘটনায় মুখ খুলেছে পাকিস্তানও।
বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান জানাচ্ছি। চলমান শত্রুতা কারও উপকারে আসবে না। শুধু নিরীহ পণবন্দি ও সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হবে। পাকিস্তানের তরফেও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রক থেকে বলা হয়েছে, ইরান হামলার জন্য ইজরায়েলের তীব্র নিন্দা করছে ইসলামাবাদ। এই হামলাগুলি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথকে ক্ষুণ্ন করে। দেশে অস্থিরতা বৃদ্ধি পায়।