নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল শনিবার সকাল থেকে একের পর এক হামলা করতে শুরু করেছে ইরানের ওপর। ইরানের রাজধানী তেহরান ও তার পার্শ্ববর্তী এলাকায় ইজরায়েল হামলা করতে শুরু করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বিমান বাহিনীকে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ইজরায়েলের হানা হামলাকে প্রতিহত করতে ইরান সক্ষম হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তরফে জানানো হয়েছে, রাজধানী তেহরানের বেশ কিছু অংশ থেকে বিস্ফোরণের মতো আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। তবে সেই আওয়াজের উৎস যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, একটি রিপোর্টে ইরানের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, তেহরানের তিনটি বিভিন্ন স্থানে হামলার চেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিকভাবে ইরানে কীসের বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইজরায়েল জানায়, তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শুরু করেছে। ইরানের ওপর হামলা শুরু করেছে। তারপরেই তেহরানের কাছে বিস্ফোরণের কারণ জানতে পাওয়া যায়।