নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের বিষয়ে সরব প্রায় গোটা দেশই। পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এমন অবস্থায় ফের হামাসকে আক্রমণাত্মক ভাষায় জবাব দিল ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত এদিন বলেন, “৭ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্মমভাবে আক্রমণের পর এটি একটি আত্মরক্ষার যুদ্ধ। এই যুদ্ধে আমাদের লক্ষ্য গাজা উপত্যকা থেকে হামাস নিয়ন্ত্রণ এবং হামাস সন্ত্রাস নির্মূল করা। এটা টিকে থাকার বিষয়। কারণ আমরা যদি তা না করি তাহলে হামাস একের পর এক গণহত্যা চালিয়েই যাবে। এটা শুধু আমি বলছি না, হামাস নেতৃত্ব বলছে যে তারা একের পর এক ৭ অক্টোবরের মতো গণহত্যার পরিকল্পনা করছে। তাই তাঁদের থামাতে আমাদের পাল্টা আক্রমণ করতেই হচ্ছে”।