লেবানন শেষ হয়ে যাবে, জানিয়ে দিল ইসরায়েল

লেবানন নিয়ে দিলেন ভয়ের তথ্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
4064021-630142737.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এদিন ভয়ঙ্কর কথা বলে দিলেন। লেবানন নিয়ে দিলেন ভয়ের তথ্য।

এদিন ফরাসি প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সময় তিনি বলেন, “আমরা লেবাননের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আমি মনে করি হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। আমি মনে করি ইরানি সাম্রাজ্য যদি তাদের সমর্থন করে তাহলে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে দিন দিন কাজ করবে তারা। অঞ্চলটি আগুন নিয়ে খেলছে। আমি এটা পরিষ্কার করতে চাই- আমরা আমাদের উত্তর সীমান্তে অন্য কারো সাথে সংঘর্ষে জড়াচ্ছি না। আমরা হামাসের অবকাঠামো ধ্বংস করে আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করছি। কিন্তু যদি হিজবুল্লাহ আমাদের যুদ্ধে টেনে নিয়ে যায়, তাহলে এর ফল খুব ভয়ঙ্কর হবে”।

“এটা স্পষ্ট হওয়া উচিত যে এর জন্যে লেবাননকে মূল্য দিতে হবে। লেবানন আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বভৌম সদস্য হতে পারে না। আন্তর্জাতিক আইন অনুসারে, আমাদের আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার আছে”।

 

hiren