অমানবিক ইজরায়েলের পুলিশ! কেঁপে উঠল সারা বিশ্ব

বন্দি অবস্থায় মারা যাওয়া প্যালেস্তাইনের বন্দির পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে শোক পালনের ব্যবস্থা করা হয়। সেখানে ইজরায়েলি পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ।

author-image
Tamalika Chakraborty
New Update
Israel Police

নিজস্ব সংবাদদাতা: বন্দি অবস্থায় মারা যাওয়া প্যালেস্তাইনের বন্দির পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে শোক পালনের ব্যবস্থা করা হয়। সেখানে  ইজরায়েলি পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলাট আক্রমণটি দাক্কা শহরের বাকা আল-গারবিয়েতে হয়েছে বলে জানা গিয়েছে।  এটি ওয়েস্ট ব্যাঙ্কের সীমান্তে অবস্থিত একটি শহর। দাক্কাহ ১৯৮৬ সাল থেকে ইজরায়েলের অধীনে।ইজরায়েলি কর্তৃপক্ষ তার কর্তৃত্ব ছাড়তে প্রথম থেকে অস্বীকার করে।

 

gaza children 3.jpg

 tamacha4.jpeg