নিজস্ব সংবাদদাতা: গাজার সামরিক প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গত পাঁচ দিনে ইজরায়েল কমপক্ষে ৭০ জন শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি শিশুদের স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছিল। সেখানেই ইজরায়েল হামলা চালায়। ঘটনায় ৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনার জন্য মোসাদ ও শিন বেট নিরাপত্তা সংস্থার প্রধানসহ আধিকারিকদের কাতারে পাঠাচ্ছেন বলে জানা গিয়েছে।