খাদ্য সঙ্কটে ভুগছে ইজরায়েল, চরম দুর্বিষহ অবস্থা

বোয়েন বলেন, '' এমন পরিস্থিতিতে নিজেকে রেখে কল্পনা করুন– আপনার কাছে গাড়ি আছে, কিন্তু জ্বালানি নেই। এদিকে আপনার সাথে পরিবার আছে, অন্তত আগামী কয়েক সপ্তাহ টিকেও থাকতে হবে সবাইকে। অর্থাৎ, জ্বালানির অভাবে যথেষ্ট খাদ্য ও পানীয় সাথে নিতে পারছে না মানুষ।''

author-image
Adrita
New Update
c

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েলের অর্থনৈতিক অবস্থা সঙ্কটের দিকে এগোচ্ছে। দিন দিন তাদের অবস্থার অবনতি ঘটছে আরও। খাদ্যের অভাব, পর্যাপ্ত পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। ইজরায়েলবাসীরা তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে। আতঙ্কের ইজরায়েলে এখন খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। 

hiring.jpg

ইজরায়েলবাসী এখন এই আতঙ্কের আর সঙ্কট থেকে মুক্তি পেতে চাইছে। খাবারের পাশাপাশি জ্বালানীরও সঙ্কট দেখা দিয়েছে। হামাস হামলায় আহতদের চিকিৎসার জন্যও পর্যাপ্ত পরিষেবা পাওয়া দুস্কর হয়ে উঠেছে। এই অবস্থায়, ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখের বেশি মানুষকে দক্ষিণে সরে যেতে বলেছে। জ্বালানি না থাকায়, অধিকাংশ মানুষকে পায়ে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু, আহত, শিশু ও বয়স্কদের পক্ষে সেটা করা খুবই কঠিন। হয়তো প্রাণান্তকরও।   

hiring 2.jpeg