নিজস্ব সংবাদদাতা : ইজরায়েল-হিজবুল্লার মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২৭ নভেম্বর এক সাংবাদিক বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতি আজ, বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হবে এবং আপাতত হিজবুল্লার ওপর হামলা স্থগিত থাকবে। তবে, যুদ্ধবিরতির মেয়াদ লেবাননে পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং শর্ত লঙ্ঘিত হলে ইজরায়েল শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।
নেতানিয়াহু জানিয়েছেন, এই যুদ্ধবিরতির তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ইরানের হুমকির প্রতি মনোযোগ দেওয়া, দ্বিতীয়ত, ইজরায়েলি সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করার জন্য সময় দেওয়া এবং তৃতীয়ত, হামাসকে বিচ্ছিন্ন করা। তিনি আরও বলেছেন, "আমরা হামাসকে আলাদা করে গাজা থেকে ইজরায়েলের জন্য ঝুঁকি দূর করব।"
এই যুদ্ধবিরতির চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ মধ্যস্থতা করেছেন। ইজরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে, তবে সেখানে পাঁচ হাজার সেনা মোতায়েন থাকবে। ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই যুদ্ধের ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।