নিজস্ব সংবাদদাতাঃ চুক্তির অধীনে মুক্তির জন্য ফিলিস্তিনি বন্দীদের তালিকা করেছে ইজরায়েল। ইজরায়েল মুক্তির জন্য নির্ধারিত ফিলিস্তিনি বন্দীদের সম্পর্কে বিশদে এক তালিকা তৈরি করেছে। এই তালিকায় ৩০০ জন বন্দীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৫০ জন মহিলা এবং নাবালক।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে, ইজরায়েল চার দিনের যুদ্ধ বিরতিতে ৫০ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)