হামাসকে ISIS, আলকায়েদার সঙ্গে তুলনা রাষ্ট্রনেতার

১৭ বছর ধরে ইসরায়েল একতরফাভাবে গাজা থেকে সরে এসেছে এবং হামাস ক্ষমতায় আসার পর থেকে বিশ্ব এই সন্ত্রাসী, বর্বর সন্ত্রাসীদের সঙ্গে যুক্তি দেখানোর চেষ্টা করেছে।

author-image
SWETA MITRA
New Update
attack.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েল (Israel) ও প্যালেস্তাইন যেন রক্তের খেলায় মেতে উঠেছে। দুই দেশের একে অপরের বিরুদ্ধে আক্রমণের কারণে মৃত্যু ঘটছে বহু মানুষের। এদিকে হামাস জঙ্গি গোষ্ঠীর আক্রমণের মাঝে বড় মন্তব্য করলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান (Gilad Erdan) । তিনি বলেন, 'হামাস একটি গণহত্যাকারী ইসলামি জিহাদি সন্ত্রাসী সংগঠন। এটি আইএসআইএস, আল কায়েদার (Al Qaeda) চেয়েও আলাদা নয়।‘ তিনি আরও বলেন, ‘প্যালেস্তাইন আলোচনা চায় না এবং কেবল ইহুদি রাষ্ট্রের ধ্বংস চায়।‘