এবার ভয়ানক যুদ্ধ হবে, জানাল ইসরায়েল

ভয়ঙ্কর কথা শোনা গেল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর গলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
israel palestine.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল-হামাসের বিরামহীন সংঘর্ষ। ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহত কমপক্ষে ৮ হাজার। গাজা সীমান্ত আবার নিজেদের দখলে নিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় ভয়ঙ্কর কথা শোনা গেল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর গলায়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পুটনিক গ্যালান্টকে জানিয়েছেন, “আমরা যুদ্ধের সব নিয়ম বাতিল করেছি। আমাদের সৈন্যরা কোন কিছুর জন্য আর দায়ী থাকবে না। কোন মিলিটারি কোর্টসও থাকবে না। আমি সৈন্যদের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছি। আমরা এলাকা পুনরুদ্ধার করার জন্যে যেকোনও অপরাধের দিকে হাঁটব। হামাস আফসোস করবে, কেননা এই যুদ্ধের পরে হামাসের কোনওরকম সামরিক ক্ষমতাই থাকবে না। গাজা যা ছিল তা আর ফিরে আসবে না”।

hiren